০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

মাইক্রোবাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্ঘটনা, চালকসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 58

ছবি: সংগৃহীত

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৭ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

বিজ্ঞাপন

নিহত তিনজন হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। আহতরা হলেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এ হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসের মালিক।

নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোবাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্ঘটনা, চালকসহ নিহত ৩

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৭ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

বিজ্ঞাপন

নিহত তিনজন হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। আহতরা হলেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এ হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসের মালিক।

নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।