০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

গাজীপুরে ট্রেন লাইনচ্যুতির ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর ঢাকা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেললাইন মেরামতের পর রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে গাজীপুর ও মৌচাক রেলস্টেশনের মাঝামাঝি স্থানে। ট্রেনচালক সঙ্গে সঙ্গেই সতর্কতা অবলম্বন করে ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রকৌশল বিভাগ একটানা কাজ করে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো জয়দেবপুর রেলওয়ে জংশনে সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে তিনটার দিকে রেল চলাচল পুনরায় সচল হয়, যার ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ পুনরুদ্ধার হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে জরুরি ভিত্তিতে মেরামত কাজ চালিয়ে রেললাইন সচল করা সম্ভব হয়েছে।”

এই লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং বেশ কিছু ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে ট্রেন চলাচল পূর্বের অবস্থায় ফিরে আসে।
রেলওয়ে বিভাগ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেলপথের নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ট্রেন লাইনচ্যুতির ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো চলাচল

আপডেট সময় ০১:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর ঢাকা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেললাইন মেরামতের পর রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে গাজীপুর ও মৌচাক রেলস্টেশনের মাঝামাঝি স্থানে। ট্রেনচালক সঙ্গে সঙ্গেই সতর্কতা অবলম্বন করে ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রকৌশল বিভাগ একটানা কাজ করে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো জয়দেবপুর রেলওয়ে জংশনে সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে তিনটার দিকে রেল চলাচল পুনরায় সচল হয়, যার ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ পুনরুদ্ধার হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে জরুরি ভিত্তিতে মেরামত কাজ চালিয়ে রেললাইন সচল করা সম্ভব হয়েছে।”

এই লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং বেশ কিছু ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ধীরে ধীরে ট্রেন চলাচল পূর্বের অবস্থায় ফিরে আসে।
রেলওয়ে বিভাগ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেলপথের নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।