০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 109

ছবি: সংগৃহীত

 

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা গ্রামে ঘটে এই ভয়াবহ ঘটনা। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে ঘিরে দ্বন্দ্ব চলছিল। নানা সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে তা চরমে পৌঁছায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খোলা মাঠে দাঁড়িয়ে উভয় পক্ষ একে অপরের দিকে বালতি থেকে হাতবোমা ছুড়ে মারতে থাকে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সংঘর্ষের ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরে ও বালতি হাতে একদল লোক মাঠে অবস্থান নিচ্ছে এবং হাতবোমা ছুড়ে মারছে।

সংঘর্ষের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আপডেট সময় ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা গ্রামে ঘটে এই ভয়াবহ ঘটনা। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্যকে ঘিরে দ্বন্দ্ব চলছিল। নানা সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে তা চরমে পৌঁছায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খোলা মাঠে দাঁড়িয়ে উভয় পক্ষ একে অপরের দিকে বালতি থেকে হাতবোমা ছুড়ে মারতে থাকে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সংঘর্ষের ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরে ও বালতি হাতে একদল লোক মাঠে অবস্থান নিচ্ছে এবং হাতবোমা ছুড়ে মারছে।

সংঘর্ষের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।