০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক হামলা, মার্কিন রণতরীকেও লক্ষ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 52

ছবি সংগৃহীত

 

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি, মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

বিজ্ঞাপন

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, “আমরা একটি ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছি। এই অভিযান সফল হয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।” তিনি আরও জানান, এই হামলা ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি নিপীড়নের জবাবে।

তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ফলে বেন গুরিয়নে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

অন্যদিকে, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মার্কিন নৌবহরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এখনো এই হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও প্রকাশ করেনি পেন্টাগন।

বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিদের এই ধরণের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উসকে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের সরাসরি হামলার এই ধারা রেড সি অঞ্চল ও পারস্য উপসাগরজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের হামলার পরিমাণ বেড়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক হামলা, মার্কিন রণতরীকেও লক্ষ্য

আপডেট সময় ০৪:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি, মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

বিজ্ঞাপন

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, “আমরা একটি ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছি। এই অভিযান সফল হয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।” তিনি আরও জানান, এই হামলা ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি নিপীড়নের জবাবে।

তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ফলে বেন গুরিয়নে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

অন্যদিকে, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মার্কিন নৌবহরে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এখনো এই হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও প্রকাশ করেনি পেন্টাগন।

বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে হুতিদের এই ধরণের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উসকে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের সরাসরি হামলার এই ধারা রেড সি অঞ্চল ও পারস্য উপসাগরজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের হামলার পরিমাণ বেড়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।