১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

গাজায় আবারও ইসরায়েলি হামলা: নারীসহ নিহত আরও ১২ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা অব্যাহত রয়েছে। সোমবার (২৪ মার্চ) ভোররাতে চালানো ভয়াবহ বিমান ও স্থল অভিযানে নারীসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

আল জাজিরার বরাতে জানা গেছে, খান ইউনিস, মাইন এলাকা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। খান ইউনিসে একটি ত্রাণকেন্দ্রের অস্থায়ী তাঁবুতে বোমা হামলায় নিহত হন ছয়জন। এদের বেশিরভাগই বাস্তুচ্যুত সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলীয় শহর মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন চারজন, আর নুসেইরাতে দুই নারী প্রাণ হারান ইসরায়েলি গোলাবর্ষণে।

চোখ বন্ধ করলেই যেন ভেসে ওঠে বিধ্বস্ত ধ্বংসস্তূপের ছবি, যেখানে জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। আল জাজিরা আরবি জানায়, ভোরের অন্ধকারে কিজান রাশওয়ান এলাকায় বাস্তুহারা মানুষের তাবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী চালায় আচমকা বোমা হামলা। বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, ধ্বংসস্তূপে চাপা পড়েন নারী-শিশুসহ বহু মানুষ। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১৩ হাজার। গাজার সরকারি মিডিয়ার দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। তাদের অনেকেই আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে প্রতিদিনের হামলা আরও বিভীষিকাময় করে তুলছে মানবিক পরিস্থিতিকে। শান্তির অপেক্ষায় দিন গুনছে একটি ক্ষতবিক্ষত জাতি।

নিউজটি শেয়ার করুন

গাজায় আবারও ইসরায়েলি হামলা: নারীসহ নিহত আরও ১২ ফিলিস্তিনি

আপডেট সময় ১০:২৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা অব্যাহত রয়েছে। সোমবার (২৪ মার্চ) ভোররাতে চালানো ভয়াবহ বিমান ও স্থল অভিযানে নারীসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

আল জাজিরার বরাতে জানা গেছে, খান ইউনিস, মাইন এলাকা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। খান ইউনিসে একটি ত্রাণকেন্দ্রের অস্থায়ী তাঁবুতে বোমা হামলায় নিহত হন ছয়জন। এদের বেশিরভাগই বাস্তুচ্যুত সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলীয় শহর মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন চারজন, আর নুসেইরাতে দুই নারী প্রাণ হারান ইসরায়েলি গোলাবর্ষণে।

চোখ বন্ধ করলেই যেন ভেসে ওঠে বিধ্বস্ত ধ্বংসস্তূপের ছবি, যেখানে জীবনের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। আল জাজিরা আরবি জানায়, ভোরের অন্ধকারে কিজান রাশওয়ান এলাকায় বাস্তুহারা মানুষের তাবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী চালায় আচমকা বোমা হামলা। বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, ধ্বংসস্তূপে চাপা পড়েন নারী-শিশুসহ বহু মানুষ। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১৩ হাজার। গাজার সরকারি মিডিয়ার দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। তাদের অনেকেই আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে প্রতিদিনের হামলা আরও বিভীষিকাময় করে তুলছে মানবিক পরিস্থিতিকে। শান্তির অপেক্ষায় দিন গুনছে একটি ক্ষতবিক্ষত জাতি।