০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ফেসবুক মন্তব্য ঘিরে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 78

ছবি সংগৃহীত

 

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হায়দারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ।

সংঘর্ষের পর পুরো বাজারজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় ফের ঘটতে পারে ভয়াবহ সংঘর্ষ।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন লিটন হাওলাদার, হোসেন মাতাব্বর, কাশেম বেপারী, মোস্তফা, হেলাল, কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি, জয়নালসহ আরও অনেকে। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে রয়েছে রক্তাক্ত জখম।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি একটি ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে উত্তেজনা চরমে পৌঁছায়।

মিজানুর রহমান সর্দার বলেন, “আমরা আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু বাছেদ হাওলাদারের লোকজন মিছিলে হামলা চালায়। আমাদের ছয়-সাতজন নেতাকর্মী আহত হন।”

তিনি আরও অভিযোগ করেন, “বাছেদ হাওলাদার পরিবার সব সময়ই সুযোগ নিতে জানে আওয়ামী লীগ হোক বা বিএনপি। সেই অভিযোগ ঘিরেই আমাদের ওপর হামলা করা হয়েছে।”

এদিকে বাছেদ হাওলাদারের বক্তব্য না মিললেও তার ছেলে লিটন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, “আমার বাবার নামে মামুন নামে এক ব্যক্তি ফেসবুকে কয়েকটি কটূ মন্তব্য করে। প্রতিবাদে আমাদের লোকজন মিছিল করলে তাদের ওপর হামলা চালানো হয়।”

রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠু জানান, এটি পুরোপুরি দুই পরিবারের পুরনো বিরোধের বহিঃপ্রকাশ। বিএনপির দলীয় কোনো দ্বন্দ্ব এখানে নেই।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাজারজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেসবুক মন্তব্য ঘিরে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০

আপডেট সময় ০১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হায়দারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ।

সংঘর্ষের পর পুরো বাজারজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় ফের ঘটতে পারে ভয়াবহ সংঘর্ষ।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন লিটন হাওলাদার, হোসেন মাতাব্বর, কাশেম বেপারী, মোস্তফা, হেলাল, কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি, জয়নালসহ আরও অনেকে। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে রয়েছে রক্তাক্ত জখম।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি একটি ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে উত্তেজনা চরমে পৌঁছায়।

মিজানুর রহমান সর্দার বলেন, “আমরা আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু বাছেদ হাওলাদারের লোকজন মিছিলে হামলা চালায়। আমাদের ছয়-সাতজন নেতাকর্মী আহত হন।”

তিনি আরও অভিযোগ করেন, “বাছেদ হাওলাদার পরিবার সব সময়ই সুযোগ নিতে জানে আওয়ামী লীগ হোক বা বিএনপি। সেই অভিযোগ ঘিরেই আমাদের ওপর হামলা করা হয়েছে।”

এদিকে বাছেদ হাওলাদারের বক্তব্য না মিললেও তার ছেলে লিটন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, “আমার বাবার নামে মামুন নামে এক ব্যক্তি ফেসবুকে কয়েকটি কটূ মন্তব্য করে। প্রতিবাদে আমাদের লোকজন মিছিল করলে তাদের ওপর হামলা চালানো হয়।”

রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠু জানান, এটি পুরোপুরি দুই পরিবারের পুরনো বিরোধের বহিঃপ্রকাশ। বিএনপির দলীয় কোনো দ্বন্দ্ব এখানে নেই।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাজারজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে।