০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

পাকিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 70

ছবি সংগৃহীত

 

পাকিস্তানে আবারও ভয়াল রূপে হাজির হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

খাইবারপাখতুনখোয়ার অন্তত পাঁচটি এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয়। হামলাগুলোর দায়িত্ব নিয়েছে টিটিপি নিজেই। প্রদেশটির রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী জানান, সাম্প্রতিক সময়ে পুলিশকে লক্ষ্য করে এমন আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, টিটিপি ‘বসন্ত অভিযান’ নামে এক নতুন সন্ত্রাসী অভিযানের ঘোষণা দেওয়ার পর মাত্র দুই দিনের মধ্যেই নয়টি হামলা চালিয়েছে তারা। মার্চের মাঝামাঝি সময় থেকেই তারা এই ‘অভিযান’ শুরু করে। এরপর থেকে শুধুমাত্র খাইবারপাখতুনখোয়াতেই ৮০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিটিপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই প্রদেশেই অতীতে বহুবার তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারও তারা সেখান থেকেই অভিযান পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবারই পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মনোবল ভাঙার চেষ্টা করছে টিটিপি। তবে স্থানীয় প্রশাসন বলছে, তারা আতঙ্ক নয় বরং প্রতিরোধের ভাষায় জবাব দিতে প্রস্তুত।

এত সব নিরাপত্তা সতর্কতার মাঝেও এ ধরনের সমন্বিত হামলা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকরাও শঙ্কিত, কখন কোথায় আঘাত হানে টিটিপির সশস্ত্র সদস্যরা তা কেউই ঠিক করে বলতে পারছে না।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া এই জঙ্গি তৎপরতা থামানো কঠিন হয়ে পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে তালেবান বিদ্রোহীদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

পাকিস্তানে আবারও ভয়াল রূপে হাজির হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

খাইবারপাখতুনখোয়ার অন্তত পাঁচটি এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয়। হামলাগুলোর দায়িত্ব নিয়েছে টিটিপি নিজেই। প্রদেশটির রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী জানান, সাম্প্রতিক সময়ে পুলিশকে লক্ষ্য করে এমন আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, টিটিপি ‘বসন্ত অভিযান’ নামে এক নতুন সন্ত্রাসী অভিযানের ঘোষণা দেওয়ার পর মাত্র দুই দিনের মধ্যেই নয়টি হামলা চালিয়েছে তারা। মার্চের মাঝামাঝি সময় থেকেই তারা এই ‘অভিযান’ শুরু করে। এরপর থেকে শুধুমাত্র খাইবারপাখতুনখোয়াতেই ৮০টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, টিটিপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই প্রদেশেই অতীতে বহুবার তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারও তারা সেখান থেকেই অভিযান পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবারই পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মনোবল ভাঙার চেষ্টা করছে টিটিপি। তবে স্থানীয় প্রশাসন বলছে, তারা আতঙ্ক নয় বরং প্রতিরোধের ভাষায় জবাব দিতে প্রস্তুত।

এত সব নিরাপত্তা সতর্কতার মাঝেও এ ধরনের সমন্বিত হামলা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকরাও শঙ্কিত, কখন কোথায় আঘাত হানে টিটিপির সশস্ত্র সদস্যরা তা কেউই ঠিক করে বলতে পারছে না।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া এই জঙ্গি তৎপরতা থামানো কঠিন হয়ে পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।