শিরোনাম :
ন্যাটোর শীর্ষ পদে আর একক আধিপত্য নয়, বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৮:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 28
ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদ SACEUR—যেটা ১৯৫১ সাল থেকে সবসময়ই মার্কিন জেনারেলদের হাতে ছিল—সেখানে এবার পরিবর্তন আসছে। পেন্টাগন চাচ্ছে, এই একক নিয়ন্ত্রণ তুলে দিয়ে নতুন নিয়ম চালু করতে।
এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, বরং পুরো প্রতিরক্ষা খাতে বড় একটা পুনর্গঠনের অংশ। এমনকি যুক্তরাষ্ট্রের ইউরোপ ও আফ্রিকা কমান্ড একীভূত করার কথাও ভাবা হচ্ছে। এতে প্রথম বছরেই ২৭০ মিলিয়ন ডলার খরচ কমবে, যদিও সেটা বিশাল ৮৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের তুলনায় খুবই ছোট।
এই পরিবর্তন মানে শুধু একটা পদ হাতছাড়া হওয়া নয়, বরং ন্যাটোর নেতৃত্ব আর ইউরোপের প্রতিরক্ষা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন আলোচনার শুরু। এতদিন ন্যাটোর সামরিক সিদ্ধান্তগুলোর নিয়ন্ত্রণ মূলত আমেরিকার হাতে ছিল। এবার ইউরোপীয় দেশগুলো কীভাবে নেতৃত্ব নেয়, সেটাই দেখার বিষয়।