১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

আর্জেন্টিনা দলে চোটের ঝড়, মেসি ও দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 68

ছবি: সংগৃহীত

 

বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের আঘাত নেমে এসেছে। লিওনেল মেসি ও পাওলো দিবালার পর এবার চোটের তালিকায় যুক্ত হলেন লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত ইন্টার মিলানের এই স্ট্রাইকার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। জাতীয় দলে যোগ দেওয়ার পরও শারীরিক অবস্থা বিবেচনায় স্কোয়াড থেকে সরে দাঁড়াতে হয়েছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

বিজ্ঞাপন

মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাতলেতিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও বিকল্প হিসেবে স্কালোনির পরিকল্পনায় রয়েছেন।

এদিকে, বাঁ ঊরুর চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলতে পারছেন না মেসি। অন্যদিকে, এএস রোমার মিডফিল্ডার দিবালা বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

শুধু মেসি, দিবালা কিংবা মার্তিনেজই নয়, গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোও চোটের কারণে দলের বাইরে। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোয় স্কালোনির কৌশল সাজাতে হচ্ছে নতুনভাবে।

২২ মার্চ বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে বদলে যাওয়া আর্জেন্টিনা দল এই দুই ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায়, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আর্জেন্টাইন ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা দলে চোটের ঝড়, মেসি ও দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজও

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের আঘাত নেমে এসেছে। লিওনেল মেসি ও পাওলো দিবালার পর এবার চোটের তালিকায় যুক্ত হলেন লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত ইন্টার মিলানের এই স্ট্রাইকার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। জাতীয় দলে যোগ দেওয়ার পরও শারীরিক অবস্থা বিবেচনায় স্কোয়াড থেকে সরে দাঁড়াতে হয়েছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

বিজ্ঞাপন

মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাতলেতিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও বিকল্প হিসেবে স্কালোনির পরিকল্পনায় রয়েছেন।

এদিকে, বাঁ ঊরুর চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলতে পারছেন না মেসি। অন্যদিকে, এএস রোমার মিডফিল্ডার দিবালা বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

শুধু মেসি, দিবালা কিংবা মার্তিনেজই নয়, গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোও চোটের কারণে দলের বাইরে। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোয় স্কালোনির কৌশল সাজাতে হচ্ছে নতুনভাবে।

২২ মার্চ বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে বদলে যাওয়া আর্জেন্টিনা দল এই দুই ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায়, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আর্জেন্টাইন ভক্তরা।