ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাস হলে এবং রাষ্ট্রপতির সম্মতিসূচক অধ্যাদেশ জারি হলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পাবে এই বিশ্ববিদ্যালয়।

ঢাকার সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু একাধিক সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক জটিলতা, একাডেমিক কার্যক্রমে বিলম্ব এবং বিভিন্ন অসংগতি নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধানে গত বছরের অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। পরবর্তীতে ইউজিসি ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য নামের প্রস্তাব আহ্বান করে।

দীর্ঘ প্রতীক্ষার পর আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন কেবল সরকারিভাবে অনুমোদন পেলেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

নিউজটি শেয়ার করুন

ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়: নাম চূড়ান্ত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আপডেট সময় ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাস হলে এবং রাষ্ট্রপতির সম্মতিসূচক অধ্যাদেশ জারি হলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পাবে এই বিশ্ববিদ্যালয়।

ঢাকার সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু একাধিক সমস্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক জটিলতা, একাডেমিক কার্যক্রমে বিলম্ব এবং বিভিন্ন অসংগতি নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। এসব সমস্যার সমাধানে গত বছরের অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। পরবর্তীতে ইউজিসি ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য নামের প্রস্তাব আহ্বান করে।

দীর্ঘ প্রতীক্ষার পর আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। এখন কেবল সরকারিভাবে অনুমোদন পেলেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।