স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য: সিইসি

- আপডেট সময় ০২:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 27
নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও গ্রহণযোগ্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। ইসি একই লক্ষ্য নিয়ে কাজ করছে এবং এতে কোনো দ্বিমত নেই।
রবিবার (১৬ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি জানান, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে, নির্বাচনকে সামনে রেখে ইসির প্রস্তুতি কীভাবে এগোচ্ছে। তিনি বলেন, ‘আমরা তাদের সব প্রস্তুতির বিষয় জানিয়েছি। বাজেট, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই তাদের সামনে উপস্থাপন করেছি।’
তিনি আরও বলেন, ‘তারা জানতে চেয়েছেন, বাজেটের কোনো সংকট আছে কি না। আমরা নিশ্চিত করেছি যে, সরকারের কাছে প্রয়োজনীয় বাজেট চাওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো জটিলতা নেই। তারা আমাদের সহযোগিতা করতে চায় এবং প্রয়োজনীয় বিষয়গুলোর ব্যাপারে জানতে চেয়েছে। ইতোমধ্যে ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) একটি নিড এসেসমেন্ট করেছে এবং তারা বিভিন্ন পর্যায়ে সহযোগিতার জন্য প্রস্তুত।’
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন চায় আন্তর্জাতিক মানের একটি নির্বাচন। আমরাও এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছি।’
তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম গোপন কিছু নয়। প্রতিদিন আমরা গণমাধ্যমের সামনে আমাদের কার্যক্রম তুলে ধরছি। এতে বোঝা যায়, আমরা স্বচ্ছভাবে কাজ করছি এবং কোনো কিছুই লুকিয়ে রাখছি না। সবার সহযোগিতায় আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অতীতের ঘটনাগুলো ভুলে যান। আমরা বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কাজ করছি। এখন আমাদের মূল লক্ষ্য একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে কাজ করব, এটা আগেও বলেছি, এখনো বলছি। নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য। ইনশাআল্লাহ, সঠিক পরিবেশ তৈরি করে আমরা দায়িত্ব পালন করব।’