ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 50

ছবি: সংগৃহীত

 

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

পুলিশের সহায়তায় আরেকটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল, ঠিক সে সময় দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ওসি মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকযাত্রী ইলিয়াস, আল-আমিন ও তুষার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং ট্রাকচালকের অবহেলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

পুলিশের সহায়তায় আরেকটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল, ঠিক সে সময় দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ওসি মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকযাত্রী ইলিয়াস, আল-আমিন ও তুষার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং ট্রাকচালকের অবহেলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।