ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগ ও নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত সংবিধান সংস্কারে গণপরিষদের দাবি, রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানালেন নাহিদ ইসলাম পাকিস্তান থেকে দ্বিতীয় চালান: চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ২৬ হাজার ২৫০ টন চাল ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’ ৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান মাগুরায় ধর্ষণের প্রতিবাদে জামায়াতের পাঁচ দফা দাবি: দ্রুত বিচার ও কোরআনের আইন বাস্তবায়নের আহ্বান রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার ঢাকায় জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিটরুট এর পুষ্টিগুণ ও উপকারিতা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

পুলিশের সহায়তায় আরেকটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল, ঠিক সে সময় দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ওসি মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকযাত্রী ইলিয়াস, আল-আমিন ও তুষার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং ট্রাকচালকের অবহেলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

পুলিশের সহায়তায় আরেকটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল, ঠিক সে সময় দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ওসি মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকযাত্রী ইলিয়াস, আল-আমিন ও তুষার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং ট্রাকচালকের অবহেলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।