ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের ব্রিফিং: ১৭ মার্চ ১৯ দেশের মিশনপ্রধানের সঙ্গে বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

আগামী ১৭ মার্চ ঢাকাস্থ ১৯টি দেশের মিশনপ্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের ব্রিফিং আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়া ও সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, ১৭ মার্চ সকাল ১১টায় নির্বাচন ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সামনে নির্বাচন কমিশনের ভূমিকা, চলমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হবে। এছাড়া, উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রশ্ন উপস্থাপনের সুযোগ পাবেন।

মিশনপ্রধানদের স্বাগত জানাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সাতজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ১৯টি দেশের দূতাবাসে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক।

এই বৈঠক নির্বাচন কমিশনের জন্য কূটনৈতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, বৈঠক থেকে আসা সুপারিশ ও মতামত ভবিষ্যতের নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন আশা করছে, এই উচ্চ পর্যায়ের বৈঠক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক সংলাপের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের ব্রিফিং: ১৭ মার্চ ১৯ দেশের মিশনপ্রধানের সঙ্গে বৈঠক

আপডেট সময় ০১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

আগামী ১৭ মার্চ ঢাকাস্থ ১৯টি দেশের মিশনপ্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের ব্রিফিং আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রক্রিয়া ও সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, ১৭ মার্চ সকাল ১১টায় নির্বাচন ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সামনে নির্বাচন কমিশনের ভূমিকা, চলমান নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হবে। এছাড়া, উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রশ্ন উপস্থাপনের সুযোগ পাবেন।

মিশনপ্রধানদের স্বাগত জানাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সাতজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ১৯টি দেশের দূতাবাসে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক।

এই বৈঠক নির্বাচন কমিশনের জন্য কূটনৈতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে নির্বাচন কমিশনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, বৈঠক থেকে আসা সুপারিশ ও মতামত ভবিষ্যতের নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন আশা করছে, এই উচ্চ পর্যায়ের বৈঠক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক সংলাপের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।