ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪ চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু এনামুল হকের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হাইকোর্টের রায়: এমবিবিএস ও বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ পাকিস্তানে ট্রেন অভিযানে এখন পর্যন্ত ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত

প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটের প্রস্তাব ইসি সানাউল্লাহর

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকরী না হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) প্রক্সি ভোট ব্যবস্থার প্রস্তাব করেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানালেন নির্বাচন কমিশনার মো. আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, ‘‘ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দিতে পারবেন।’’ এই প্রক্রিয়া চালু করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সানাউল্লাহ আরও জানান, ‘‘প্রবাসী ভোটারদের জন্য একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হবে, যাতে নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেয়া যায়।’’

এছাড়া, নির্বাচনের মাধ্যমে প্রক্সি ভোট ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে আরও কিছু সময় লাগবে। নির্বাচন কমিশন আশা করে, আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। বিশেষ এক অ্যাপস তৈরি করা হবে, যেখানে প্রবাসীরা নিবন্ধন করে তাদের প্রতিনিধি বা ‘‘নমিনি’’ নির্ধারণ করতে পারবেন। এই নমিনি নির্বাচনের দিন ভোট প্রদান করতে পারবেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুবিধা হবে।

এ প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাড়ানো হচ্ছে, যা তাদের দেশে রাজনৈতিক পরিবর্তনে অংশগ্রহণের পথ উন্মোচন করবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে তারা সহজে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এখন দেখার বিষয় হবে, এই প্রক্সি ভোট পদ্ধতি বাস্তবায়নে কেমন প্রস্তুতি নেয়া হয় এবং কীভাবে এটি সফলভাবে কার্যকর হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটের প্রস্তাব ইসি সানাউল্লাহর

আপডেট সময় ০৭:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকরী না হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) প্রক্সি ভোট ব্যবস্থার প্রস্তাব করেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানালেন নির্বাচন কমিশনার মো. আবুল ফজল সানাউল্লাহ।

তিনি বলেন, ‘‘ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দিতে পারবেন।’’ এই প্রক্রিয়া চালু করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সানাউল্লাহ আরও জানান, ‘‘প্রবাসী ভোটারদের জন্য একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হবে, যাতে নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেয়া যায়।’’

এছাড়া, নির্বাচনের মাধ্যমে প্রক্সি ভোট ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে আরও কিছু সময় লাগবে। নির্বাচন কমিশন আশা করে, আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। বিশেষ এক অ্যাপস তৈরি করা হবে, যেখানে প্রবাসীরা নিবন্ধন করে তাদের প্রতিনিধি বা ‘‘নমিনি’’ নির্ধারণ করতে পারবেন। এই নমিনি নির্বাচনের দিন ভোট প্রদান করতে পারবেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুবিধা হবে।

এ প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাড়ানো হচ্ছে, যা তাদের দেশে রাজনৈতিক পরিবর্তনে অংশগ্রহণের পথ উন্মোচন করবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে তারা সহজে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এখন দেখার বিষয় হবে, এই প্রক্সি ভোট পদ্ধতি বাস্তবায়নে কেমন প্রস্তুতি নেয়া হয় এবং কীভাবে এটি সফলভাবে কার্যকর হবে।