ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭ ইসরায়েলের সমালোচনায় মার্কিন সরকারের পদক্ষেপ: জাতিসংঘ দূতের ওপর নিষেধাজ্ঞা গাজায় রক্তপাত চলছেই, তবু নেতানিয়াহুকে চাপ দেন না ট্রাম্প—কেন?”

রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 37

ছবি: সংগৃহীত

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করে এবং পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন ডা. আসিফ ইবনে হোসাইন, ডা. আক্তার হোসেন আকিব, ডা. অনিক কুমার কুরী শোভন, ডা. শব মেরাজ এ্যাথি, ডা. মুন্নি, ডা. উর্মি, ৫ম বর্ষের শিক্ষার্থী মো. তানভীর হোসেন, ৪র্থ বর্ষের ফেরদৌস ইউছুফসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “চিকিৎসক উপাধি অর্জন করতে দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন। অথচ কিছু শ্রেণি অবৈধভাবে এ উপাধি ব্যবহার করছে, যা চিকিৎসা ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এটি বন্ধ করা না গেলে দেশের স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।”

শিক্ষার্থীরা দাবি করেন, এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অবৈধ প্রচলন বন্ধ, নামসর্বস্ব ম্যাটস কার্যক্রম বাতিল, বিসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন অব্যাহত থাকবে।

মেডিকেল শিক্ষার্থীদের এই আন্দোলন দেশের স্বাস্থ্যখাতের সুষ্ঠু নীতিমালা প্রণয়নে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান ও বিক্ষোভে অংশগ্রহণের মাত্রা ইঙ্গিত দিচ্ছে, এই দাবিগুলো উপেক্ষা করা সহজ হবে না।

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করে এবং পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন ডা. আসিফ ইবনে হোসাইন, ডা. আক্তার হোসেন আকিব, ডা. অনিক কুমার কুরী শোভন, ডা. শব মেরাজ এ্যাথি, ডা. মুন্নি, ডা. উর্মি, ৫ম বর্ষের শিক্ষার্থী মো. তানভীর হোসেন, ৪র্থ বর্ষের ফেরদৌস ইউছুফসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “চিকিৎসক উপাধি অর্জন করতে দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন। অথচ কিছু শ্রেণি অবৈধভাবে এ উপাধি ব্যবহার করছে, যা চিকিৎসা ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এটি বন্ধ করা না গেলে দেশের স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।”

শিক্ষার্থীরা দাবি করেন, এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অবৈধ প্রচলন বন্ধ, নামসর্বস্ব ম্যাটস কার্যক্রম বাতিল, বিসিএস পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির বাস্তবায়ন করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন অব্যাহত থাকবে।

মেডিকেল শিক্ষার্থীদের এই আন্দোলন দেশের স্বাস্থ্যখাতের সুষ্ঠু নীতিমালা প্রণয়নে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান ও বিক্ষোভে অংশগ্রহণের মাত্রা ইঙ্গিত দিচ্ছে, এই দাবিগুলো উপেক্ষা করা সহজ হবে না।