ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার মেসির বিবর্ণ দিনে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে থামল ইন্টার মায়ামি পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ, কমেছে পণ্য আমদানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে পণ্য আমদানি কিছুটা কমলেও রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের প্রথম আট মাসে বন্দরের রাজস্ব আয় প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকার বেশি।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে রাজস্ব আয় বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রথম আট মাসের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। তবে, বন্দরে এই সময়ের মধ্যে আদায় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

গত অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা, কিন্তু বাস্তবে আদায় হয়েছিল ৫০৮ কোটি ৪ লাখ টাকা। চলতি বছর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, “পণ্য আমদানি কমলেও রাজস্ব বেড়েছে। তবে ব্যবসায়ীরা যদি সব ধরনের পণ্য আমদানি করতে পারতেন, তাহলে রাজস্ব আয় আরও বেড়াতো।”
তিনি আরও বলেন, “ভোমরা বন্দর তুলনামূলকভাবে বৈষম্যের শিকার। বেনাপোল বন্দরের মতো এখানে ব্যবসায়ীরা সুযোগ-সুবিধা পান না, যদিও ভোমরা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।”

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, “আমরা লক্ষ্য অর্জনে সফল হয়েছি এবং এটি ধরে রাখার চেষ্টা করছি। ব্যবসায়ীরা যাতে সর্বোচ্চ সেবা পান এবং অনৈতিক সুযোগ নেয়া না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং চলছে।”

ভোমরা বন্দর, যা দেশের সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে পরিচিত, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ, কমেছে পণ্য আমদানি

আপডেট সময় ০৪:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে পণ্য আমদানি কিছুটা কমলেও রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবছরের প্রথম আট মাসে বন্দরের রাজস্ব আয় প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকার বেশি।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, আমদানি করা পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে রাজস্ব আয় বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ৯৪৬ কোটি ২৩ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রথম আট মাসের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। তবে, বন্দরে এই সময়ের মধ্যে আদায় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি।

গত অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৫৬ লাখ টাকা, কিন্তু বাস্তবে আদায় হয়েছিল ৫০৮ কোটি ৪ লাখ টাকা। চলতি বছর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, “পণ্য আমদানি কমলেও রাজস্ব বেড়েছে। তবে ব্যবসায়ীরা যদি সব ধরনের পণ্য আমদানি করতে পারতেন, তাহলে রাজস্ব আয় আরও বেড়াতো।”
তিনি আরও বলেন, “ভোমরা বন্দর তুলনামূলকভাবে বৈষম্যের শিকার। বেনাপোল বন্দরের মতো এখানে ব্যবসায়ীরা সুযোগ-সুবিধা পান না, যদিও ভোমরা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।”

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, “আমরা লক্ষ্য অর্জনে সফল হয়েছি এবং এটি ধরে রাখার চেষ্টা করছি। ব্যবসায়ীরা যাতে সর্বোচ্চ সেবা পান এবং অনৈতিক সুযোগ নেয়া না হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং চলছে।”

ভোমরা বন্দর, যা দেশের সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে পরিচিত, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।