ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 60

ছবি সংগৃহীত

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধে নদীর পানি বন্ধ, বিপাকে কৃষকরা

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাটির বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীর বিশাল অংশ শুকিয়ে গেছে, ফলে সেচের অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, নদীতে বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং সেচের অভাবে মাঠে পানি দেয়া সম্ভব হচ্ছে না।

কৃষকরা অভিযোগ করছেন, বাঁধ দিয়ে মাছ ধরার ফলে নদীতে পানি আসা-যাওয়া করতে পারে না, যার কারণে ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না। কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ করে সেচের ব্যবস্থা করতে পারলেও, অনেক কৃষক পানির অভাবে চরম কষ্টে রয়েছেন। বোরো চাষিরা সেচ না পাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন, নদীতে বাঁধ দেয়ার ফলে মাছের ক্ষতি হয় এবং পানি জমে খেতের ক্ষতি হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের শ্যালো মেশিনগুলি পানির অভাবে বন্ধ হয়ে গেছে এবং ১০ স্কিমের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির সম্মুখীন। এই পরিস্থিতি আগামী দিনের ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর জেলার পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল আকিব বলেন, “নদীতে বাঁধ দেয়ার ফলে সেচ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কৃষিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।” তিনি আরও জানান, “এ বছর যদি এটি অব্যাহত থাকে, তাহলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কৃষকদের সুবিধা দিতে আমরা শিগগিরই উদ্যোগ গ্রহণ করবো।”

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে চাঁদপুরে ৬৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।