০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 63

ছবি: সংগৃহীত

 

হবিগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে গত ২৮ দিনে আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে জেলার ৯ উপজেলায় এসব গ্রেপ্তার হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তারদের বেশিরভাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুইজনকে বিদেশে পালানোর চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বাকিদের বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নবীগঞ্জে ৪, শায়েস্তাগঞ্জে ৫, বানিয়াচংয়ে ৭, বাহুবল ও লাখাইয়ে ৩, মাধবপুরে ৪, চুনারুঘাটে ৫ এবং আজমিরীগঞ্জ উপজেলায় ১ জনকে আটক করা হয়েছে।
বিশেষত, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ আলী সৌদি আরবে যাওয়ার চেষ্টা করলে এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আমজাদ তালুকদার আমেরিকা যাওয়ার পথে বিমানবন্দরে আটক হন।

হবিগঞ্জ জেলা পুলিশের ডিআইও-১ কামরুল ইসলাম জানান, ‘ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রশাসনের কড়া নজরদারিতে পুরো জেলা জুড়ে অভিযান পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের কঠোর অভিযানে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব পড়ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযান: আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

হবিগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে গত ২৮ দিনে আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে জেলার ৯ উপজেলায় এসব গ্রেপ্তার হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তারদের বেশিরভাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুইজনকে বিদেশে পালানোর চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বাকিদের বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নবীগঞ্জে ৪, শায়েস্তাগঞ্জে ৫, বানিয়াচংয়ে ৭, বাহুবল ও লাখাইয়ে ৩, মাধবপুরে ৪, চুনারুঘাটে ৫ এবং আজমিরীগঞ্জ উপজেলায় ১ জনকে আটক করা হয়েছে।
বিশেষত, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ আলী সৌদি আরবে যাওয়ার চেষ্টা করলে এবং আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আমজাদ তালুকদার আমেরিকা যাওয়ার পথে বিমানবন্দরে আটক হন।

হবিগঞ্জ জেলা পুলিশের ডিআইও-১ কামরুল ইসলাম জানান, ‘ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রশাসনের কড়া নজরদারিতে পুরো জেলা জুড়ে অভিযান পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের কঠোর অভিযানে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব পড়ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।