০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ঈদের সময় আকাশ পথে বাড়ছে ভাড়ার চাপ, যাত্রীদের মুখে চিন্তার ছাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

ঈদুল ফিতরের ছুটিতে ঘরে ফেরার জন্য আকাশ পথে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ঈদের আগের ও পরের সময়ের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিট প্রতি মূল্য ছাড়িয়েছে ১৩ হাজার টাকা। এয়ারলাইন্সগুলো ধারণা করছে, আগামী ১৫ দিনের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাবে এবং উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রী চাপ আরও প্রকট হতে পারে।

ঈদে মানুষের ঘরে ফেরার আনন্দের পাশাপাশি উড়োজাহাজে চড়ার জন্য চাপ বাড়িয়ে দিয়েছে। দেশের অভ্যন্তরীণ যাত্রায় সিটের সংকট থাকায় যাত্রীদের জন্য টিকিটের দাম বেড়েছে। আগে টিকিট কিনলে সস্তা পড়লেও এখন ঈদের চাপের কারণে দাম বাড়ছে প্রতিদিন।

বিজ্ঞাপন

এয়ারলাইন্স কর্মকর্তাদের মতে, ঢাকা থেকে সৈয়দপুর, কক্সবাজার, সিলেট, রাজশাহী রুটে টিকিটের দাম এখন ১২ হাজার টাকার কাছাকাছি। বিশেষ করে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এসব রুটে টিকিটের দাম সর্বোচ্চ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে আকাশ পথে চাপ বাড়তে শুরু করেছে।”

এদিকে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ জানান, দেশের অভ্যন্তরীণ ট্যুরিজম দ্রুত বিকশিত হচ্ছে, যার ফলে যাত্রী চাহিদাও বেড়েছে। তবে, যাত্রীদের খরচ বাড়ানোর পাশাপাশি, টিকিটের দাম কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এয়ারলাইন্সগুলোর সীমিত ক্যাপাসিটি এবং বিদেশে ফ্লাইটের চাপের কারণে দেশীয় যাত্রীদের জন্য ভাড়া কমানোর সুযোগ কম। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময়ে এই ভাড়া বিড়ম্বনা কমবে না।

নিউজটি শেয়ার করুন

ঈদের সময় আকাশ পথে বাড়ছে ভাড়ার চাপ, যাত্রীদের মুখে চিন্তার ছাপ

আপডেট সময় ১১:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

ঈদুল ফিতরের ছুটিতে ঘরে ফেরার জন্য আকাশ পথে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় টিকিটের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। ঈদের আগের ও পরের সময়ের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিট প্রতি মূল্য ছাড়িয়েছে ১৩ হাজার টাকা। এয়ারলাইন্সগুলো ধারণা করছে, আগামী ১৫ দিনের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাবে এবং উড়োজাহাজের সংখ্যা না বাড়ালে যাত্রী চাপ আরও প্রকট হতে পারে।

ঈদে মানুষের ঘরে ফেরার আনন্দের পাশাপাশি উড়োজাহাজে চড়ার জন্য চাপ বাড়িয়ে দিয়েছে। দেশের অভ্যন্তরীণ যাত্রায় সিটের সংকট থাকায় যাত্রীদের জন্য টিকিটের দাম বেড়েছে। আগে টিকিট কিনলে সস্তা পড়লেও এখন ঈদের চাপের কারণে দাম বাড়ছে প্রতিদিন।

বিজ্ঞাপন

এয়ারলাইন্স কর্মকর্তাদের মতে, ঢাকা থেকে সৈয়দপুর, কক্সবাজার, সিলেট, রাজশাহী রুটে টিকিটের দাম এখন ১২ হাজার টাকার কাছাকাছি। বিশেষ করে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এসব রুটে টিকিটের দাম সর্বোচ্চ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে আকাশ পথে চাপ বাড়তে শুরু করেছে।”

এদিকে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ জানান, দেশের অভ্যন্তরীণ ট্যুরিজম দ্রুত বিকশিত হচ্ছে, যার ফলে যাত্রী চাহিদাও বেড়েছে। তবে, যাত্রীদের খরচ বাড়ানোর পাশাপাশি, টিকিটের দাম কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এয়ারলাইন্সগুলোর সীমিত ক্যাপাসিটি এবং বিদেশে ফ্লাইটের চাপের কারণে দেশীয় যাত্রীদের জন্য ভাড়া কমানোর সুযোগ কম। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময়ে এই ভাড়া বিড়ম্বনা কমবে না।