ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে: জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে মোদি সরকারের ভাবনা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি: সাবেক রাষ্ট্রদূত ড্যানিলোভিজ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত বোমা ফেলে সাতজন আহত: জরুরি উদ্ধার কাজ চলছে

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে জেদ্দায় যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামীকাল ৬ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারি এবং তার পরিণতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থান সবসময়ই ফিলিস্তিনের পক্ষেই থাকে। দেশের কোনো সরকারই ফিলিস্তিনের অধিকার নিয়ে আপস করেনি, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও এ নীতি অব্যাহত রেখেছে। তৌহিদ হোসেন ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি সমর্থন করে এসেছে। জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মো. তৌহিদ হোসেন। ৭ মার্চের বৈঠকে ইসরায়েলি দখলদারি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র জানায়, বৈঠকের পর ৮ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে তৌহিদ হোসেনের। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকারের বিষয়টি আবারও স্পষ্ট হতে চলেছে।

এ বৈঠকটি ফিলিস্তিনের অধিকার নিয়ে বৈশ্বিক আলোচনায় নতুন দিক খুলে দিতে পারে, যেখানে বাংলাদেশ আবারও তার দৃঢ় অবস্থান তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে জেদ্দায় যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

আগামীকাল ৬ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারি এবং তার পরিণতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থান সবসময়ই ফিলিস্তিনের পক্ষেই থাকে। দেশের কোনো সরকারই ফিলিস্তিনের অধিকার নিয়ে আপস করেনি, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও এ নীতি অব্যাহত রেখেছে। তৌহিদ হোসেন ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি সমর্থন করে এসেছে। জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মো. তৌহিদ হোসেন। ৭ মার্চের বৈঠকে ইসরায়েলি দখলদারি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র জানায়, বৈঠকের পর ৮ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে তৌহিদ হোসেনের। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকারের বিষয়টি আবারও স্পষ্ট হতে চলেছে।

এ বৈঠকটি ফিলিস্তিনের অধিকার নিয়ে বৈশ্বিক আলোচনায় নতুন দিক খুলে দিতে পারে, যেখানে বাংলাদেশ আবারও তার দৃঢ় অবস্থান তুলে ধরবে।