ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা বন্ধ, ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের মানচিত্রে অন্তর্ভুক্তি আমাদের লক্ষ্য: জয়শঙ্কর ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে: জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে মোদি সরকারের ভাবনা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি: সাবেক রাষ্ট্রদূত ড্যানিলোভিজ

দুর্নীতি দমন কমিশনের অভিযান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার প্রকল্পে গায়েব নথি ও দুর্নীতির খোঁজ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার প্রকল্পে গায়েব নথি এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুদকের সহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তারা জানান, “মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ প্রকল্পের নথি গায়েব হওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রকল্প বাস্তবায়নে নানা অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ ছিল, যা তদন্তের অংশ হিসেবে এই অভিযান শুরু করা হয়েছে।”

এদিকে, দুদক কর্মকর্তা কামিয়াব আফতাহি আরও জানান, অভিযানে উদ্ধার করা নথিপত্রের বিশ্লেষণ করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত সাত বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত ১০টি প্রকল্প হাতে নিয়েছে, যার মোট অর্থমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। প্রতিটি প্রকল্পেই দুর্নীতি ও অসঙ্গতির অভিযোগ উঠছে। দুদক এই প্রকল্পগুলোর বিস্তারিত তদন্ত করতে চায়, যাতে সরকারের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।

দুদকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অভিযানে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও সঠিকভাবে জনগণের সুবিধা পৌঁছানো নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের অভিযান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার প্রকল্পে গায়েব নথি ও দুর্নীতির খোঁজ

আপডেট সময় ০৫:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৩ কোটি টাকার প্রকল্পে গায়েব নথি এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুদকের সহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তারা জানান, “মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ প্রকল্পের নথি গায়েব হওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রকল্প বাস্তবায়নে নানা অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ ছিল, যা তদন্তের অংশ হিসেবে এই অভিযান শুরু করা হয়েছে।”

এদিকে, দুদক কর্মকর্তা কামিয়াব আফতাহি আরও জানান, অভিযানে উদ্ধার করা নথিপত্রের বিশ্লেষণ করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত সাত বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত ১০টি প্রকল্প হাতে নিয়েছে, যার মোট অর্থমূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। প্রতিটি প্রকল্পেই দুর্নীতি ও অসঙ্গতির অভিযোগ উঠছে। দুদক এই প্রকল্পগুলোর বিস্তারিত তদন্ত করতে চায়, যাতে সরকারের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।

দুদকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অভিযানে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও সঠিকভাবে জনগণের সুবিধা পৌঁছানো নিশ্চিত করা যায়।