ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ বেশি: তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, গাড়ি কেটে হেলপারকে উদ্ধার উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: দালাই লামা চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা ফরিদপুরের সোনালি আঁশের বাম্পার ফলনের আশা, পানি সংকটে দুশ্চিন্তায় চাষিরা বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ-চীনের নদী ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা চলমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সম্প্রতি নবায়ন হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সার্বিক সমঝোতা রয়েছে। সম্প্রতি তা নবায়ন করা হয়েছে, তবে কিছু সংযোজনের জন্য দুই দেশের পক্ষ থেকে অতিরিক্ত আলোচনা চলছে, যা কিছুটা দেরি ঘটাচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখন এটি নবায়ন হওয়ার কথা ছিল, তবে এখন এটি সই হয়েছে।” তিনি আরও জানান, সমঝোতা স্মারকের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, তিস্তা নদী নিয়ে চীন বাংলাদেশকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “চীনের পক্ষ থেকে কিছু দিক নিয়ে আলোচনা চলছে, তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।”

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা নিয়ে এই সমঝোতা স্মারক প্রথম সই হয় ২০১৬ সালে, চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময়। তারপর প্রতি তিন বছরে এটি নবায়ন করা হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের বিরুদ্ধে ২৯ মিলিয়ন ডলার সম্পর্কিত মন্তব্য নিয়ে জানতে চাইলে, তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ বিষয়টি তদন্ত করে দেখেছে এবং নিশ্চিত করেছে যে, এটি একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে এসেছে, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রচারে কাজ করছে। অর্থটি নিয়ম অনুযায়ী এসেছে এবং এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো ক্ষতি হবে না।”

এছাড়া, ট্রাম্পের মন্তব্যকে উষ্কানিমূলক বলে মনে না করার কথা জানিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।”

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীনের নদী ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক নবায়ন, তিস্তা নিয়ে আলোচনা চলমান

আপডেট সময় ১২:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সম্প্রতি নবায়ন হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সার্বিক সমঝোতা রয়েছে। সম্প্রতি তা নবায়ন করা হয়েছে, তবে কিছু সংযোজনের জন্য দুই দেশের পক্ষ থেকে অতিরিক্ত আলোচনা চলছে, যা কিছুটা দেরি ঘটাচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম, তখন এটি নবায়ন হওয়ার কথা ছিল, তবে এখন এটি সই হয়েছে।” তিনি আরও জানান, সমঝোতা স্মারকের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, তিস্তা নদী নিয়ে চীন বাংলাদেশকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “চীনের পক্ষ থেকে কিছু দিক নিয়ে আলোচনা চলছে, তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।”

বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ব্যবস্থাপনা নিয়ে এই সমঝোতা স্মারক প্রথম সই হয় ২০১৬ সালে, চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরের সময়। তারপর প্রতি তিন বছরে এটি নবায়ন করা হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের বিরুদ্ধে ২৯ মিলিয়ন ডলার সম্পর্কিত মন্তব্য নিয়ে জানতে চাইলে, তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ বিষয়টি তদন্ত করে দেখেছে এবং নিশ্চিত করেছে যে, এটি একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে এসেছে, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রচারে কাজ করছে। অর্থটি নিয়ম অনুযায়ী এসেছে এবং এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো ক্ষতি হবে না।”

এছাড়া, ট্রাম্পের মন্তব্যকে উষ্কানিমূলক বলে মনে না করার কথা জানিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।”