ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

এবার স্বাধীনতা পুরস্কার প্রদান হবে দলের বাইরের চিন্তা ও গোষ্ঠীগত সুবিধা থেকে মুক্ত হয়ে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা বলেন, এর আগে র‍্যাবকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল, কিন্তু এবার এমন কিছু ঘটবে না। সরকার নিশ্চিত করেছে যে, পুরস্কারের সংখ্যা ১০টির কম হবে এবং সমাজে সত্যিই বিশেষ অবদান রাখা ব্যক্তিরাই এই সম্মান পাবেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ সময় বলেন, ‘‘এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে তাদেরকে, যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং যাদের কাজ দেশকে এগিয়ে নিয়ে গেছে।’’ তিনি আরও জানান, যারা আগে কোনো কারণে স্বাধীনতা পুরস্কার পাননি, কিন্তু যোগ্যতা ও মেধার দিক থেকে তারা ব্যতিক্রমী, তাদেরকেই এবার পুরস্কৃত করা হবে।

আজকের বৈঠকে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন এমন ব্যক্তিত্বরা, যাদের জীবনের কাজ আমাদের সমাজের নানা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ও রাষ্ট্র গঠনে যারা অনন্য অবদান রেখেছেন, তারা এবার রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার পাবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় আরও উল্লেখ করেছেন, ‘‘এবার পুরস্কার প্রদান নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকবে না।’’ সরকারের এমন নীতির ফলে, যে ধরনের সমালোচনার মুখে এই পুরস্কার আগের বছরগুলোতে পড়েছিল, তা এবার নিরসিত হবে বলে আশা করা হচ্ছে। একুশে পদকের মতো স্বাধীনতা পুরস্কার নিয়েও এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে চলেছে।

এদিকে, শিগগিরই এই পুরস্কার ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। এবারের স্বাধীনতা পুরস্কার এক নতুন অধ্যায় রচনা করবে, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানজনক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৫:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

এবার স্বাধীনতা পুরস্কার প্রদান হবে দলের বাইরের চিন্তা ও গোষ্ঠীগত সুবিধা থেকে মুক্ত হয়ে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা নিশ্চিত করেছেন।

আইন উপদেষ্টা বলেন, এর আগে র‍্যাবকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল, কিন্তু এবার এমন কিছু ঘটবে না। সরকার নিশ্চিত করেছে যে, পুরস্কারের সংখ্যা ১০টির কম হবে এবং সমাজে সত্যিই বিশেষ অবদান রাখা ব্যক্তিরাই এই সম্মান পাবেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ সময় বলেন, ‘‘এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে তাদেরকে, যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং যাদের কাজ দেশকে এগিয়ে নিয়ে গেছে।’’ তিনি আরও জানান, যারা আগে কোনো কারণে স্বাধীনতা পুরস্কার পাননি, কিন্তু যোগ্যতা ও মেধার দিক থেকে তারা ব্যতিক্রমী, তাদেরকেই এবার পুরস্কৃত করা হবে।

আজকের বৈঠকে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন এমন ব্যক্তিত্বরা, যাদের জীবনের কাজ আমাদের সমাজের নানা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, ও রাষ্ট্র গঠনে যারা অনন্য অবদান রেখেছেন, তারা এবার রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার পাবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় আরও উল্লেখ করেছেন, ‘‘এবার পুরস্কার প্রদান নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকবে না।’’ সরকারের এমন নীতির ফলে, যে ধরনের সমালোচনার মুখে এই পুরস্কার আগের বছরগুলোতে পড়েছিল, তা এবার নিরসিত হবে বলে আশা করা হচ্ছে। একুশে পদকের মতো স্বাধীনতা পুরস্কার নিয়েও এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে চলেছে।

এদিকে, শিগগিরই এই পুরস্কার ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। এবারের স্বাধীনতা পুরস্কার এক নতুন অধ্যায় রচনা করবে, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানজনক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।