০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 67

ছবি সংগৃহীত

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়ে এবং নাফ নদী সীমান্ত অতিক্রমে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় বাংলাদেশকে মিয়ানমার সরকার ও উভয়পক্ষের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা, তবে সরকার এর সমাধানে কাজ করছে।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে কক্সবাজারে অপহরণের ঘটনা বাড়ছে। ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে কিছু রোহিঙ্গা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের জন্য ভালো। তাদের কারণে সমস্যা আরও বেড়ে যাচ্ছে, তাই সরকার দ্রুত তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে।”

এছাড়া, সভায় সাংবাদিকদের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বিতর্কিত ভূমিকার কারণে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

এসময় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়ে এবং নাফ নদী সীমান্ত অতিক্রমে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় বাংলাদেশকে মিয়ানমার সরকার ও উভয়পক্ষের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা, তবে সরকার এর সমাধানে কাজ করছে।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে কক্সবাজারে অপহরণের ঘটনা বাড়ছে। ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে কিছু রোহিঙ্গা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের জন্য ভালো। তাদের কারণে সমস্যা আরও বেড়ে যাচ্ছে, তাই সরকার দ্রুত তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে।”

এছাড়া, সভায় সাংবাদিকদের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বিতর্কিত ভূমিকার কারণে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

এসময় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।