ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ইদ/রোজা হয় কেন? বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু যুক্তরাষ্ট্রের সামগ্রিক সহায়তা বন্ধের হুমকি, সংকটে ইউক্রেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের লবিং: সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখার নতুন কৌশল অবলম্বন সীমাহীন জ্বালানির সন্ধানে চীনের যুগান্তকারী আবিষ্কার! চলবে ৬০ হাজার বছর সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজিবি প্রধানের শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর উত্তরাখণ্ডে তুষারধসের আঘাতে নিহত ৪, এখনো নিখোঁজ ৫ – উদ্ধার অভিযানে হেলিকপ্টার ডিজেল-কেরোসিন ও পেট্রল-অকটেনের মূল্য পুনঃনির্ধারণ করে সরকারী প্রজ্ঞাপন জারি মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।