ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতীয় পণ্যে স্থল, সাগর ও আকাশপথে পরিবহন নিষিদ্ধ করলো পাকিস্তান মাওলানা রইস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে দিনভর অবরোধ, দুর্ভোগে জনজীবন এপ্রিল মাসে নারী ও শিশুর উপর সহিংসতা: ধর্ষণের শিকার ১১১, নিহত ৭০ প্রধান উপদেষ্টার হাতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর তিস্তার চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত, যাত্রা সাময়িকভাবে স্থগিত কোপাকাবানায় লেডি গাগার কনসার্ট ঘিরে বোমা হামলার ছক, গ্রেপ্তার ২ কুয়েটে দুই বৈঠকের অপেক্ষায় ক্লাস শুরু অনিশ্চিত, বিপাকে শিক্ষার্থীরা কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ লুটপাটের অভিযোগে ৬ ফিলিস্তিনিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 58

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।