ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

সারাদেশ

‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ ঘোষণা: নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

তরুণ নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে দলটির নাম চূড়ান্ত করা হয়। 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে নতুন দলের নাম নিশ্চিত করেন এবং লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)।” দলের নতুন নাম নিয়ে তৃণমূলের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

বৈঠকে দলের শীর্ষ পাঁচ নেতৃত্বের নামও চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়। তবে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থীর কারণে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এদিকে, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। একই সময়, নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ও আত্মপ্রকাশ করেছে। এর আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান।

রাজনীতিতে নতুন এ দলের পদচারণায় তরুণদের শক্তি এবং সংকল্পের পরিচয় মিলবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

সারাদেশ

‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ ঘোষণা: নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ

আপডেট সময় ০৮:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

তরুণ নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে দলটির নাম চূড়ান্ত করা হয়। 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে নতুন দলের নাম নিশ্চিত করেন এবং লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)।” দলের নতুন নাম নিয়ে তৃণমূলের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

বৈঠকে দলের শীর্ষ পাঁচ নেতৃত্বের নামও চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়। তবে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থীর কারণে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। মেট্রোপলিটন পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এদিকে, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। একই সময়, নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ও আত্মপ্রকাশ করেছে। এর আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান।

রাজনীতিতে নতুন এ দলের পদচারণায় তরুণদের শক্তি এবং সংকল্পের পরিচয় মিলবে বলে মনে করা হচ্ছে।