০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা যানজট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 67

ছবি: সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অবরোধ কর্মসূচি মহাসড়কের দুইপাশে অন্তত কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি করে। অবরোধের ফলে যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন, এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা দাবি জানান, তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হয়েছে। তারা অভিযোগ করেন যে, সরকারের আগের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এদিকে, প্রশাসন অবরোধের স্থলে পৌঁছে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের আশ্বাস দেয় যে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে, এবং ধীরে ধীরে যানজট কেটে যায়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, তবে ভবিষ্যতে এমন কোনো ঘটনা পুনরায় ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এই অবরোধের ফলে সৃষ্ট দুর্ভোগের জন্য হতাশা প্রকাশ করেছেন, তবে তারা দাবি করেছেন যে, তারা সরকারের সদয় মনোভাবের দিকে তাকিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা যানজট

আপডেট সময় ০৬:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অবরোধ কর্মসূচি মহাসড়কের দুইপাশে অন্তত কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি করে। অবরোধের ফলে যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন, এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা দাবি জানান, তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হয়েছে। তারা অভিযোগ করেন যে, সরকারের আগের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন চালানো হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এদিকে, প্রশাসন অবরোধের স্থলে পৌঁছে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের আশ্বাস দেয় যে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে, এবং ধীরে ধীরে যানজট কেটে যায়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, তবে ভবিষ্যতে এমন কোনো ঘটনা পুনরায় ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এই অবরোধের ফলে সৃষ্ট দুর্ভোগের জন্য হতাশা প্রকাশ করেছেন, তবে তারা দাবি করেছেন যে, তারা সরকারের সদয় মনোভাবের দিকে তাকিয়ে আছেন।