সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন গঠনের উদ্যোগ, আত্মপ্রকাশ হবে আজ

- আপডেট সময় ১২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 39
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন ছাত্রসংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি ২৬ মার্চ, বেলা তিনটায় আনুষ্ঠানিক ঘোষণা করবে।
সংগঠনটির সম্ভাব্য নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ হতে পারে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সংগঠনের সঙ্গে যুক্ত আল মাশনুন নামের এক শিক্ষার্থী এই তথ্য নিশ্চিত করেন।
নতুন সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির কোনো রাজনৈতিক দলের অংশ হিসেবে কাজ করবে না। তারা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত হবে না এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো রাজনৈতিক দলের দিকনির্দেশনা অনুসরণ করবে না। সংগঠনটির আয়ের উৎস হবে নেতাকর্মীদের মাসিক চাঁদা এবং প্রয়োজন হলে শুভাকাঙ্ক্ষীদের অনুদান।
সংগঠনের নির্বাচনে ‘টপ টু বটম’ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হবে। সংগঠনের সদস্য হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ক্ষেত্রে, শিক্ষার্থী হিসেবে ভর্তির পর সাত বছরের মধ্যে সদস্য হতে হবে। এই সিদ্ধান্তে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ছাত্র ছাড়া কেউ সংগঠনের সদস্য হতে পারবেন না।
সংগঠনটির মূল লক্ষ্য নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারা রাজনৈতিক মানদণ্ড গঠন, চর্চার পরিবেশ তৈরি এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার চেষ্টা করবে।
নতুন এ উদ্যোগটি দেশের শিক্ষাঙ্গনে এক নতুন সম্ভাবনা ও পরিবর্তনের আহ্বান জানাচ্ছে, যা ছাত্রদের মধ্যে সমতা এবং সঠিক নেতৃত্বের প্রতিফলন ঘটাতে পারে।