আকাশে বিরল মহাজাগতিক মহোৎসব: একসঙ্গে দৃশ্যমান সোলার সিস্টেমের সাত গ্রহ
বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। সৌরজগতের সাতটি গ্রহ একই সারিতে অবস্থান করে সৃষ্টি করেছে এক অনন্য দৃশ্য, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পরিচিত ‘প্ল্যানেটারি প্যারেড’ নামে। গতকাল মঙ্গলবার থেকে শুরু করে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সূর্যাস্তের পরপরই আকাশে এই দৃশ্য দেখা যাবে। তবে এরপর আবার এমন দৃশ্যের সাক্ষী হতে অপেক্ষা করতে হবে ২০৪০ সাল পর্যন্ত।
মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি এই সাত গ্রহ একসঙ্গে অবস্থান করছে। এর মধ্যে খালি চোখে দেখা যাবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও বুধ গ্রহকে। তবে শনি গ্রহকে দেখতে কিছুটা কষ্ট হতে পারে, কারণ এটি দিগন্তের একেবারে নিচু অংশে থাকবে। অন্যদিকে, ইউরেনাস ও নেপচুন দেখতে হলে টেলিস্কোপের প্রয়োজন হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মেঘমুক্ত আকাশ থাকলে এই মহাজাগতিক দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব। তবে এটি খুবই স্বল্পস্থায়ী হবে। সূর্যাস্তের পরপরই শনি ও বুধ দিগন্তের নিচে মিলিয়ে যাবে, ফলে এই দুটি গ্রহ দেখার সময় হবে সীমিত। অন্যদিকে, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল অপেক্ষাকৃত দীর্ঘ সময় পর্যন্ত দৃশ্যমান থাকবে।
লন্ডনের রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন, ‘একসঙ্গে সাতটি গ্রহকে আকাশে সারিবদ্ধ অবস্থায় দেখা এক বিরল সুযোগ। সূর্যাস্তের পর মাত্র কয়েক মিনিটের জন্যই এই দৃশ্য পাওয়া যাবে, তারপর তারা দিগন্তের নিচে হারিয়ে যাবে।’
পৃথিবীসহ সৌরজগতের সব গ্রহই সূর্যের চারপাশে কক্ষপথে ঘুরছে, তবে তাদের গতি আলাদা হওয়ায় সময় সময় কিছু গ্রহ একই সারিতে চলে আসে। যখন তারা সূর্যের একই পাশে অবস্থান নেয়, তখনই পৃথিবী থেকে তাদের একসঙ্গে দেখা যায়।
যারা আকাশপানে তাকিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। তাই যদি আকাশ পরিষ্কার থাকে, তবে সূর্যাস্তের পরপরই চোখ রাখুন পশ্চিম দিগন্তে, উপভোগ করুন এই মহাজাগতিক অপূর্ব দৃশ্য!