বসিলায় যৌথবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ, নিহত ২, আটক আরো ৫
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ৪০ ফুট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যৌথবাহিনী নিয়মিত টহল দেওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে যৌথবাহিনীও পাল্টা গুলি চালালে দুজন সন্ত্রাসী নিহত হয়।
এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে এবং কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।
এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতা গ্রহণ করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।