র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের উদ্যোগ, প্রয়োজনে নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর নাম ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিকে এ সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে বাহিনীটিকে পুনর্গঠনের সিদ্ধান্তও আসতে পারে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী উপস্থিত ছিলেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশও উঠে আসে। নিউইয়র্কভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দীর্ঘদিন ধরেই একই দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশন র্যাবের কার্যক্রম পর্যালোচনার সুপারিশ করেছে। বিএনপিও এই বাহিনী বিলুপ্তির পক্ষে। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যখন গ্যাংগ্রিন হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া উপায় থাকে না।’
গত ২০ বছরে র্যাবের কার্যক্রম নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। বাহিনীটি ক্ষমতার অপব্যবহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও তুরস্কের এলিট ফোর্সগুলোর কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, কিশোর গ্যাং, ছিনতাই আগের চেয়ে কমেছে, তবে এখনো সহনীয় পর্যায়ে আসেনি। জনসাধারণের আন্দোলন যেন বাহিনীর কাজে ব্যাঘাত না ঘটায়, সে জন্য নির্দিষ্ট স্থানে প্রতিবাদের পরামর্শও দেন তিনি।