ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রবাসী ইস্যুতে মালয়েশিয়ায় কূটনৈতিক তৎপরতায় আইন উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত শতাধিক শিক্ষার্থী ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে: হুঁশিয়ারি শাজাহান খান চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন মানিকগঞ্জে অসময়ের যমুনার ভাঙন: হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি শীর্ষ আদালতে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরতের রায় ১ জুন ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 30

ছবি সংগৃহীত

 

জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করা জরুরি বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ডিসি এবং বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় নির্বাচনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচন জরুরি।”

গণহত্যার সঙ্গে জড়িতরা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। তবে যাঁরা অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাঁরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন বলে মত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সময়মতো নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করলে তৃণমূল প্রশাসন আরও সুসংগঠিত হবে, যা জাতীয় নির্বাচনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করা জরুরি বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ডিসি এবং বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় নির্বাচনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচন জরুরি।”

গণহত্যার সঙ্গে জড়িতরা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। তবে যাঁরা অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাঁরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন বলে মত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সময়মতো নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করলে তৃণমূল প্রশাসন আরও সুসংগঠিত হবে, যা জাতীয় নির্বাচনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে।