বাংলাদেশ
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: উপদেষ্টা আসিফ মাহমুদ

- আপডেট সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 30
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করা জরুরি বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ডিসি এবং বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তারা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় নির্বাচনের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় নির্বাচন জরুরি।”
গণহত্যার সঙ্গে জড়িতরা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন উপদেষ্টা। তবে যাঁরা অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাঁরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন বলে মত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সময়মতো নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করলে তৃণমূল প্রশাসন আরও সুসংগঠিত হবে, যা জাতীয় নির্বাচনকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে।