০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

স্বরাষ্ট্র উপদেষ্টা: কমেছে দুর্নীতি, আইনশৃঙ্খলা রক্ষায় নিতে হবে কঠোর পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 89

ছবি সংগৃহীত

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, যারা মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করার বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়িত হয়েছে। তবে রোহিঙ্গারা যেন সুযোগ নিতে না পারে, সেই উদ্দেশ্যে এনআইডি যাচাই প্রক্রিয়া চালু থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতির মাত্রা আগের তুলনায় অনেক কমেছে, যা দেশের উন্নতির প্রতীক। এ সময় তিনি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য সম্মানিত করেন। চার ক্যাটাগরিতে ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করা হয়।

মিয়ানমার সীমান্তে কোস্টগার্ড ও বিজিবি একযোগে নজরদারি অব্যাহত রেখেছে। এই সীমানায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না, এমনটাই জানান উপদেষ্টা।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক তার বক্তব্যে বলেন, সীমিত জনবল নিয়েও কোস্টগার্ড সমুদ্র ও তার সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: কমেছে দুর্নীতি, আইনশৃঙ্খলা রক্ষায় নিতে হবে কঠোর পদক্ষেপ

আপডেট সময় ০৩:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, যারা মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করার বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়িত হয়েছে। তবে রোহিঙ্গারা যেন সুযোগ নিতে না পারে, সেই উদ্দেশ্যে এনআইডি যাচাই প্রক্রিয়া চালু থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতির মাত্রা আগের তুলনায় অনেক কমেছে, যা দেশের উন্নতির প্রতীক। এ সময় তিনি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য সম্মানিত করেন। চার ক্যাটাগরিতে ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করা হয়।

মিয়ানমার সীমান্তে কোস্টগার্ড ও বিজিবি একযোগে নজরদারি অব্যাহত রেখেছে। এই সীমানায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না, এমনটাই জানান উপদেষ্টা।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক তার বক্তব্যে বলেন, সীমিত জনবল নিয়েও কোস্টগার্ড সমুদ্র ও তার সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।