টঙ্গীতে সংঘর্ষ
টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা, আহত ১০
গাজীপুরের টঙ্গীতে সামাজিক বিচারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে টঙ্গীর কলাবাগান বস্তিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সামাজিক বিচার চলাকালে স্থানীয় যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একদল নেতাকর্মী বিচারস্থলে অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী থানার ওসি জানান, এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংঘটিত এ ধরনের ঘটনাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে এ ধরনের সহিংসতা বন্ধ হয়।