১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 117

ছবি: সংগৃহীত

 

এক রোমাঞ্চকর ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে ইতিহাস গড়েছে তামিম ইকবালের দল। বিপিএল ইতিহাসে এর আগে ১৭৬ রানের বেশি লক্ষ্য তাড়া করে কোনো দল চ্যাম্পিয়ন হয়নি।

নাটকীয় ফাইনালে রেকর্ড গড়ার ম্যাচ

বিজ্ঞাপন

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংস প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। বিশাল লক্ষ্য তাড়ায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো শুরু এনে দেন। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তার ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস দলকে এগিয়ে নেয়।

ফিরে এসেও চিটাগাং ম্যাচ ধরে রাখতে পারেনি। শরিফুল ইসলাম দুই দফায় ব্রেকথ্রু দিলেও তামিমের পর কাইল মায়ার্স (২৮ বলে ৪৬) ও তাওহীদ হৃদয়ের (২৮ বলে ৩২) ইনিংস বরিশালকে জয়ের পথ দেখায়। শেষদিকে রিশাদ হোসেনের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দুই ওভারে ১৮ রান দরকার হলে রিশাদের দুটি বিশাল ছক্কায় বরিশাল জয় নিশ্চিত করে।

চিটাগাংয়ের শিরোপা স্বপ্নভঙ্গ

চিটাগাং কিংসের বোলাররা মাঝপথে ম্যাচে ফিরলেও দুর্বল ফিল্ডিং তাদের ডুবিয়ে দেয়। শরিফুল ৪ উইকেট শিকার করেও শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করতে পারেননি।

ম্যাচসেরা রিশাদ, বরিশালের জয়োৎসব

শেষদিকে মাত্র ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলে বরিশালের নায়ক হয়ে ওঠেন রিশাদ হোসেন। তার ব্যাটেই বরিশাল দ্বিতীয়বার বিপিএল ট্রফি জিতে নেয়।

বরিশাল ১৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় এবং চিটাগাং কিংসের শিরোপার স্বপ্নভঙ্গ হয়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ফরচুন বরিশাল।

নিউজটি শেয়ার করুন

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

আপডেট সময় ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

এক রোমাঞ্চকর ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে ইতিহাস গড়েছে তামিম ইকবালের দল। বিপিএল ইতিহাসে এর আগে ১৭৬ রানের বেশি লক্ষ্য তাড়া করে কোনো দল চ্যাম্পিয়ন হয়নি।

নাটকীয় ফাইনালে রেকর্ড গড়ার ম্যাচ

বিজ্ঞাপন

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংস প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। বিশাল লক্ষ্য তাড়ায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো শুরু এনে দেন। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তার ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস দলকে এগিয়ে নেয়।

ফিরে এসেও চিটাগাং ম্যাচ ধরে রাখতে পারেনি। শরিফুল ইসলাম দুই দফায় ব্রেকথ্রু দিলেও তামিমের পর কাইল মায়ার্স (২৮ বলে ৪৬) ও তাওহীদ হৃদয়ের (২৮ বলে ৩২) ইনিংস বরিশালকে জয়ের পথ দেখায়। শেষদিকে রিশাদ হোসেনের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দুই ওভারে ১৮ রান দরকার হলে রিশাদের দুটি বিশাল ছক্কায় বরিশাল জয় নিশ্চিত করে।

চিটাগাংয়ের শিরোপা স্বপ্নভঙ্গ

চিটাগাং কিংসের বোলাররা মাঝপথে ম্যাচে ফিরলেও দুর্বল ফিল্ডিং তাদের ডুবিয়ে দেয়। শরিফুল ৪ উইকেট শিকার করেও শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করতে পারেননি।

ম্যাচসেরা রিশাদ, বরিশালের জয়োৎসব

শেষদিকে মাত্র ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলে বরিশালের নায়ক হয়ে ওঠেন রিশাদ হোসেন। তার ব্যাটেই বরিশাল দ্বিতীয়বার বিপিএল ট্রফি জিতে নেয়।

বরিশাল ১৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় এবং চিটাগাং কিংসের শিরোপার স্বপ্নভঙ্গ হয়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ফরচুন বরিশাল।