খালেদা জিয়ার চার চিকিৎসক দেশে ফিরেছেন
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের চার সদস্য দেশে ফিরেছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে তারা ঢাকায় পৌঁছান।
এর আগে, শুক্রবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। চিকিৎসক দলের এই সদস্যরা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত রয়েছেন।
দেশে ফেরা চিকিৎসকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। তবে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন যুক্তরাজ্যেই থেকে গেছেন বিএনপি নেত্রীর পাশে।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকারের অনুমতি না পাওয়ায় বর্তমানে লন্ডনে অবস্থানরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
চিকিৎসক দলের সদস্যদের দেশে ফেরাকে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার কারণ হিসেবে দেখা হচ্ছে। তারা দেশে ফিরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।