বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

- আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 31
বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) কার্যকর করার বিষয়ে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ—মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি, ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সীমান্তসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও দু’দেশের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং বৈধ বাণিজ্য সহজতর করা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা আশা করি, বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও এমওইউগুলোর মধ্যে যে মৌলিক উদ্দেশ্য রয়েছে, তা পূর্ণমাত্রায় বাস্তবায়ন হবে। এই চুক্তির মূল লক্ষ্য সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি কার্যকরী ও কাঠামোবদ্ধ সমঝোতা স্থাপন করা, যা সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করবে এবং বৈধ বাণিজ্যকে সুবিধাজনক করবে।”