১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ভিয়েতনাম থেকে ১ লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 65

 

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত, পাকিস্তান, এবং মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চালের মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে ১ লাখ টন আতপ চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো, দেশের খাদ্য মজুত দৃঢ় রাখা এবং রমজান মাসে খাদ্যপণ্যের সংকট রোধ করা।

বিজ্ঞাপন

এছাড়া, রমজান উপলক্ষে খাদ্য মজুতের পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, চাল ও গমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হবে, যাতে রমজান মাসে কোনো ধরনের ঘাটতি না হয়।

এছাড়া, চলতি মাসেই ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে মোট ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে ১ লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত, পাকিস্তান, এবং মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চালের মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে ১ লাখ টন আতপ চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো, দেশের খাদ্য মজুত দৃঢ় রাখা এবং রমজান মাসে খাদ্যপণ্যের সংকট রোধ করা।

বিজ্ঞাপন

এছাড়া, রমজান উপলক্ষে খাদ্য মজুতের পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, চাল ও গমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হবে, যাতে রমজান মাসে কোনো ধরনের ঘাটতি না হয়।

এছাড়া, চলতি মাসেই ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে মোট ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা।