ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

৭ কলেজের শিক্ষার্থীদের উপ-উপাচার্যের অপসারণ দাবিতে টানা ব্লকেড কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্যের স্থায়ী অপসারণ ও বিচারের দাবিতে সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আজ (২৭ জানুয়ারি) সকাল থেকে ৭ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

এর আগে, গতকাল সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনায় গেলে, ৭ কলেজের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ তোলে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করে এবং রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যায়।

নীলক্ষেত এলাকায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে তাদের ধাওয়া দেয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সংঘর্ষের একপর্যায়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে ফিরে গিয়ে রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

রাতেই ৭ কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে তারা জানান, আজ সকাল থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। পাশাপাশি, তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে অনড় থাকবে বলে জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

৭ কলেজের শিক্ষার্থীদের উপ-উপাচার্যের অপসারণ দাবিতে টানা ব্লকেড কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭ কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্যের স্থায়ী অপসারণ ও বিচারের দাবিতে সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আজ (২৭ জানুয়ারি) সকাল থেকে ৭ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

এর আগে, গতকাল সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনায় গেলে, ৭ কলেজের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ তোলে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ শুরু করে এবং রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যায়।

নীলক্ষেত এলাকায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে তাদের ধাওয়া দেয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

সংঘর্ষের একপর্যায়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে ফিরে গিয়ে রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

রাতেই ৭ কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে তারা জানান, আজ সকাল থেকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। পাশাপাশি, তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে অনড় থাকবে বলে জানিয়েছে।