ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: বিপুল অস্ত্রসহ বনদস্যুর ২ সদস্য আটক ময়মনসিংহে একদিনের ব্যবধানে ৬ থানার ওসি বদলি বরিশাল নার্সিং কলেজে আন্দোলনে হামলা, আহত ৩ শিক্ষার্থী, উত্তপ্ত ক্যাম্পাস চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সকল অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন ঈদুল আজহার ছুটি এবার ১০ দিন বাংলাদেশ-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায়, সফর শেষে যৌথ সহযোগিতার অঙ্গীকার চেনাব নদীতে পানি সংকটে পাকিস্তান, দায়ী ভারতের গোঁড়ামি ? গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধে তীব্র যানজট
বিপিএল

তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

আজ মিরপুরে ফরচুন বরিশাল এবং সিলেট সিক্সার্সের ম্যাচে প্লে-অফের জন্য সমীকরণ ছিল স্পষ্ট জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। সিলেট সিক্সার্সকে ১১৬ রানে অলআউট করে ৮ উইকেট ও ৪ ওভার হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

তামিম ইকবাল ছিলেন দলের প্রধান নায়ক। ৪৮ রানে দাঁড়িয়ে যখন ম্যাচের সাফল্য ছিল অনিশ্চিত, তখন সুমন খানের বলে একটি স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও তার ফিফটি নিশ্চিত করেন তামিম। এবারের বিপিএলে এটি ছিল তার তৃতীয় ফিফটি, যা তিনি ৫২ বল খেলে অর্জন করেন। ইনিংসে ৬টি চার মেরে তিনি অপরাজিত থাকেন।

তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৩০ বলে ৪২ রান করেন। মুশফিকের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। দুই জনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ফরচুন বরিশাল খেলা শেষ করে জয়ী হয়।

এদিকে, সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানদের সামনে ছিল পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের দাপট। মাত্র ৩.১ ওভার বল করে ৭ রানে তিনি ৫ উইকেট তুলে নেন, যা বিপিএল ইতিহাসে একটি বিরল ঘটনা। এর আগে, ২০১১-১২ মৌসুমে মোহাম্মদ সামি ৬ রানে ৫ উইকেট নিয়ে এ ধরনের রেকর্ড করেছিলেন। ফাহিমের দুর্দান্ত বোলিংয়ের সামনে সিলেটের কোনো প্রতিরোধই ছিল না।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ১৮.১ ওভারে ১১৬ 

ভাট্টি ২৮, জাকের ২৪; ফাহিম ৫/৭, ফুলার ২/২৩, নবী ২/২৬

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১২০/২ 

তামিম ৫২*, মুশফিক ৪২*; সুমন ১/১৭

ফলাফলঃ ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী 

ম্যান অব দ্য ম্যাচ: ফাহিম আশরাফ। 

নিউজটি শেয়ার করুন

বিপিএল

তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

আপডেট সময় ০৫:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

আজ মিরপুরে ফরচুন বরিশাল এবং সিলেট সিক্সার্সের ম্যাচে প্লে-অফের জন্য সমীকরণ ছিল স্পষ্ট জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। সিলেট সিক্সার্সকে ১১৬ রানে অলআউট করে ৮ উইকেট ও ৪ ওভার হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

তামিম ইকবাল ছিলেন দলের প্রধান নায়ক। ৪৮ রানে দাঁড়িয়ে যখন ম্যাচের সাফল্য ছিল অনিশ্চিত, তখন সুমন খানের বলে একটি স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও তার ফিফটি নিশ্চিত করেন তামিম। এবারের বিপিএলে এটি ছিল তার তৃতীয় ফিফটি, যা তিনি ৫২ বল খেলে অর্জন করেন। ইনিংসে ৬টি চার মেরে তিনি অপরাজিত থাকেন।

তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম, যিনি ৩০ বলে ৪২ রান করেন। মুশফিকের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। দুই জনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ফরচুন বরিশাল খেলা শেষ করে জয়ী হয়।

এদিকে, সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানদের সামনে ছিল পাকিস্তানি পেসার ফাহিম আশরাফের দাপট। মাত্র ৩.১ ওভার বল করে ৭ রানে তিনি ৫ উইকেট তুলে নেন, যা বিপিএল ইতিহাসে একটি বিরল ঘটনা। এর আগে, ২০১১-১২ মৌসুমে মোহাম্মদ সামি ৬ রানে ৫ উইকেট নিয়ে এ ধরনের রেকর্ড করেছিলেন। ফাহিমের দুর্দান্ত বোলিংয়ের সামনে সিলেটের কোনো প্রতিরোধই ছিল না।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ১৮.১ ওভারে ১১৬ 

ভাট্টি ২৮, জাকের ২৪; ফাহিম ৫/৭, ফুলার ২/২৩, নবী ২/২৬

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১২০/২ 

তামিম ৫২*, মুশফিক ৪২*; সুমন ১/১৭

ফলাফলঃ ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী 

ম্যান অব দ্য ম্যাচ: ফাহিম আশরাফ।