ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রিনল্যান্ড কিনতে মরিয়া, গা*জা খালি করার চেষ্টায় ট্রাম্পের নতুন পরিকল্পনা তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোলবন্যায় বার্সেলোনা চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার লণ্ডভণ্ড জাতীয় সংসদ ভবন, পুনর্গঠনে প্রয়োজন ৩০০ কোটি টাকা ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

মধ্যপ্রাচ্য 

ইসরায়েলের বিপদ আরও বাড়ল: হামাসে যোগ দিয়েছে ১৫ হাজার নতুন যোদ্ধা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের শক্তি বাড়াতে নতুন সদস্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মাসের সংঘর্ষে প্রায় ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হলেও প্রায় সমসংখ্যক নতুন সদস্য সংগঠনে যোগ দিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ নতুন সদস্যই তরুণ ও অপ্রশিক্ষিত, যাদের নিরাপত্তা ও গৌণ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হয়ে রয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে বলেন, “এটি এক দীর্ঘমেয়াদী সংঘর্ষ এবং এক প্রকারের অনন্ত যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।”

গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায়। তবে এর আগেই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। নিহত হয়েছে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি নতুন যোদ্ধা সংগ্রহে সক্ষম হয়েছে। তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, হামাসের সামরিক শাখা ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নতুন যোদ্ধাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণের ঘাটতিতে ভুগছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় স্থায়ী শান্তি আনতে কাজ করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্য 

ইসরায়েলের বিপদ আরও বাড়ল: হামাসে যোগ দিয়েছে ১৫ হাজার নতুন যোদ্ধা

আপডেট সময় ০৭:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের শক্তি বাড়াতে নতুন সদস্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মাসের সংঘর্ষে প্রায় ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হলেও প্রায় সমসংখ্যক নতুন সদস্য সংগঠনে যোগ দিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ নতুন সদস্যই তরুণ ও অপ্রশিক্ষিত, যাদের নিরাপত্তা ও গৌণ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হয়ে রয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে বলেন, “এটি এক দীর্ঘমেয়াদী সংঘর্ষ এবং এক প্রকারের অনন্ত যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।”

গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায়। তবে এর আগেই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। নিহত হয়েছে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি নতুন যোদ্ধা সংগ্রহে সক্ষম হয়েছে। তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, হামাসের সামরিক শাখা ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নতুন যোদ্ধাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণের ঘাটতিতে ভুগছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় স্থায়ী শান্তি আনতে কাজ করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।