অপরাধ
বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে একটি হ্রদের তলদেশ থেকে এক বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম নাজমা (২৮)। তিনি কালকেরে একটি অভিজাত আবাসিক ভবনে গৃহপরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী সুমন একজন পৌরকর্মী এবং এই দম্পতি তিন সন্তানসহ ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন।
নাজমা নিখোঁজ হওয়ার আগে স্বামীকে ফোন করে আধ ঘণ্টার মধ্যে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে এক পথচারী হ্রদের তলদেশে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, নাজমার মাথা পাথর দিয়ে থেঁতলানো হয়েছিল এবং শ্বাসরোধে হত্যার আলামত স্পষ্ট ছিল। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।