ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

দেশে অপরাধ বৃদ্ধির ফলে বাড়ছে জনমনে আতঙ্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

দেশজুড়ে অপরাধের প্রকোপ বাড়ছে। চাঁদাবাজি, দখল, ছিনতাই, মব জাস্টিস, সাইবার ক্রাইম ও প্রতারণাসহ নানা ধরনের অপরাধে জনগণ শঙ্কিত। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের প্রচেষ্টা থাকলেও, অনেক ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, আইনের শিথিল প্রয়োগ এবং জবাবদিহিতার অভাবে মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। সামান্য বিষয়েও পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনা ইঙ্গিত দিচ্ছে সমাজের গভীর সংকটের। বিশেষ করে রাজধানী ঢাকায় ছিনতাই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পুলিশ ও আদালতের তথ্য বলছে, গত ৪০ দিনে ঢাকায় ছিনতাইয়ের ঘটনায় ৩৪টি মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রাণঘাতী। মগবাজার, কামরাঙ্গীরচর ও উড়ালসড়কের মতো এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।

এদিকে, কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে এরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তদুপরি, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠেছে, যা জননিরাপত্তার জন্য নতুন হুমকি সৃষ্টি করছে।

অপরাধ পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরে ডাকাতি ও চুরির মামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঢাকায় ছিনতাইকারীদের হামলায় মাত্র সাড়ে চার মাসে প্রাণ হারিয়েছেন সাতজন। সাইবার অপরাধের ক্ষেত্রেও অবস্থা শোচনীয়। সম্প্রতি ফেসবুকে মিথ্যা প্রচারণার জন্য দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম।

অপরাধ প্রবণতা কমাতে আইনের যথাযথ প্রয়োগ, প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ, এবং কিশোর গ্যাং নির্মূলে কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

নিউজটি শেয়ার করুন

দেশে অপরাধ বৃদ্ধির ফলে বাড়ছে জনমনে আতঙ্ক

আপডেট সময় ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

দেশজুড়ে অপরাধের প্রকোপ বাড়ছে। চাঁদাবাজি, দখল, ছিনতাই, মব জাস্টিস, সাইবার ক্রাইম ও প্রতারণাসহ নানা ধরনের অপরাধে জনগণ শঙ্কিত। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের প্রচেষ্টা থাকলেও, অনেক ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, আইনের শিথিল প্রয়োগ এবং জবাবদিহিতার অভাবে মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। সামান্য বিষয়েও পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনা ইঙ্গিত দিচ্ছে সমাজের গভীর সংকটের। বিশেষ করে রাজধানী ঢাকায় ছিনতাই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পুলিশ ও আদালতের তথ্য বলছে, গত ৪০ দিনে ঢাকায় ছিনতাইয়ের ঘটনায় ৩৪টি মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রাণঘাতী। মগবাজার, কামরাঙ্গীরচর ও উড়ালসড়কের মতো এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।

এদিকে, কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে এরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তদুপরি, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠেছে, যা জননিরাপত্তার জন্য নতুন হুমকি সৃষ্টি করছে।

অপরাধ পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরে ডাকাতি ও চুরির মামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঢাকায় ছিনতাইকারীদের হামলায় মাত্র সাড়ে চার মাসে প্রাণ হারিয়েছেন সাতজন। সাইবার অপরাধের ক্ষেত্রেও অবস্থা শোচনীয়। সম্প্রতি ফেসবুকে মিথ্যা প্রচারণার জন্য দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম।

অপরাধ প্রবণতা কমাতে আইনের যথাযথ প্রয়োগ, প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ, এবং কিশোর গ্যাং নির্মূলে কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।