ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 51

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। মেক্সিকো সীমান্তে নতুন করে ১,৫০০ সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টারও পাঠানো হচ্ছে।

সোমবার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো এবং টেক্সাসের এল পাসো শহরে এই সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে এক হাজার সেনা এবং ৫০০ মেরিন মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দুইটি সি-১৭ এবং সি-১৩০ সামরিক উড়োজাহাজসহ হেলিকপ্টারও এই প্রক্রিয়ায় ব্যবহার করা হবে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট স্যালেসেস জানিয়েছেন, পাঁচ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কাজে সহায়তা করবে সামরিক বাহিনী। এদিকে, সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বর্তমানে দক্ষিণ সীমান্তে ২,২০০ সেনা আগে থেকেই মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি

আপডেট সময় ১০:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন রোধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। মেক্সিকো সীমান্তে নতুন করে ১,৫০০ সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টারও পাঠানো হচ্ছে।

সোমবার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো এবং টেক্সাসের এল পাসো শহরে এই সেনা মোতায়েন করা হবে। এর মধ্যে এক হাজার সেনা এবং ৫০০ মেরিন মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দুইটি সি-১৭ এবং সি-১৩০ সামরিক উড়োজাহাজসহ হেলিকপ্টারও এই প্রক্রিয়ায় ব্যবহার করা হবে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট স্যালেসেস জানিয়েছেন, পাঁচ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কাজে সহায়তা করবে সামরিক বাহিনী। এদিকে, সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বর্তমানে দক্ষিণ সীমান্তে ২,২০০ সেনা আগে থেকেই মোতায়েন রয়েছে।