শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার ওপর হামলা, গুরুতর আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
শহীদ রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মেহেদী সজীব জানান, শহীদের ওপর হামলা চালায় স্থানীয় একটি গ্রুপ। হামলার সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা ছাত্রাবাসের কয়েকজনও আহত হন।
আহত শহীদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।