বাংলাদেশ
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে তার সংস্থা। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশ ইতিমধ্যেই বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু নতুন করে শরণার্থীদের প্রবাহ দেশের ওপর আরও চাপ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে।”
ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, রোহিঙ্গাদের জন্য উন্নত আশ্রয়স্থল নির্মাণে সহায়তা এবং এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য ইউএনএইচসিআর কাজ করবে। তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত।”
বৈঠকে রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গ্র্যান্ডি জানান, সেখানে সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করেছে। অধ্যাপক ইউনূস এ সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই বৈঠকে যোগ দিতে অধ্যাপক ইউনূস মঙ্গলবার সকালে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।