১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী
তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪ টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী মোঃ মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০:৫৫ ঘটিকায় তিনজন পায়ে হেঁটে নিজ নিজ বাসার উদ্দেশে যাওয়ার সময় ধানমন্ডির রোড নং-১৫/এ এর মোঘল কাবাবের পিছনে লেক সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছলে লেকের পাশে দাঁড়িয়ে থাকা চারজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদের পথরোধ করে। তারা ভয়-ভীতি প্রদর্শন করে তাদের নিকট থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে জনসাধারণ ও ঘটনাস্থলের পাশেই থাকা থানার টহল টিম সেখানে দ্রুত পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ ও অপরজনের নাম মোঃ মামুন। এ সময় তৌহিদুলের হেফাজত হতে ছিনতাই করা নগদ ১৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। ধানমন্ডি, দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম, কলাবাগান ও আদাবর থানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।
ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।