কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই
- আপডেট সময় ১১:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 77
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল কক্ষ থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা স্বামী পরিচয়ে হোটেলে ওঠা যুবককে সেখানে পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোন বর্তমানে বন্ধ রয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল রেজিস্ট্রেশন খাতার তথ্য অনুযায়ী, নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।
পুলিশ সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে ফাহিমা আক্তার হোটেলটির ১০৫ নম্বর কক্ষে ওঠেন। তারা সেখানে দীর্ঘ সময় অবস্থান করছিলেন। বুধবার রাতে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হলেও ওই সময় আরিফ হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
হোটেল মালিক শহীদ হোসেন জানান, মাসিক ভিত্তিতে কক্ষটি ভাড়া দেওয়া হয়েছিল এবং ২ ডিসেম্বর থেকে তারা সেখানে অবস্থান করছিলেন। এর আগে তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ বা অস্বাভাবিক কিছু নজরে আসেনি। বুধবার বিকেল থেকে কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ দেখে সন্দেহ হয়। পরে রাতে জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যাবে।


















