০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 71

 

রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ (৪৬) স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বও পালন করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শাহজাহান শেখ পেশায় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘ডিলার শাহজাহান’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি উত্তরা আশকোনা এলাকায়; তিনি হাফিজ উদ্দীনের ছেলে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্র ব্যবহার করে শাহজাহান শেখকে হত্যা করা হয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয়রা জানান, সাত থেকে আটজন যুবক শাহজাহান শেখকে ধাওয়া করে তালতলা মোড়ে জনসমাগমের মধ্যে হামলা চালায়। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

আপডেট সময় ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

 

রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ (৪৬) স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বও পালন করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শাহজাহান শেখ পেশায় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘ডিলার শাহজাহান’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি উত্তরা আশকোনা এলাকায়; তিনি হাফিজ উদ্দীনের ছেলে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “ধারালো অস্ত্র ব্যবহার করে শাহজাহান শেখকে হত্যা করা হয়েছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয়রা জানান, সাত থেকে আটজন যুবক শাহজাহান শেখকে ধাওয়া করে তালতলা মোড়ে জনসমাগমের মধ্যে হামলা চালায়। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।