১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 85

 

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।

গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গলা কেটে হত্যা করা হয়
লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)কে। নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং বাসায় গৃহকর্মীর দায়িত্বে ছিলেন আয়েশা।
নিহত লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। পরিবারটি প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করছিল। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

বিজ্ঞাপন

ঘটনার দিন সকাল ৭টার দিকে আজিজুল কর্মস্থলের উদ্দেশে বাসা ছাড়েন। পরীক্ষা চলায় তিনি দ্রুত বাসায় ফেরেন এবং সকাল ১১টার দিকে এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ ও পুলিশি তদন্তে জানা যায় –
>>৭:৫১ মিনিটে বোরখা পরে বাসায় প্রবেশ করেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা।
>>৯:৩৬ মিনিটে তিনি নাফিসার স্কুল ড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় মুখে মাস্ক থাকায় নিরাপত্তাকর্মী খালেক তাকে চিনতে পারেননি।

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় দারোয়ান খালেককে জানান, চার দিন আগে কাজের সন্ধানে আসা তরুণীকে তিনি বাসায় উঠিয়ে দিয়েছিলেন, তবে সে তার পূর্বপরিচিত নয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি আয়েশার বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।

গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গলা কেটে হত্যা করা হয়
লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)কে। নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং বাসায় গৃহকর্মীর দায়িত্বে ছিলেন আয়েশা।
নিহত লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। পরিবারটি প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করছিল। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

বিজ্ঞাপন

ঘটনার দিন সকাল ৭টার দিকে আজিজুল কর্মস্থলের উদ্দেশে বাসা ছাড়েন। পরীক্ষা চলায় তিনি দ্রুত বাসায় ফেরেন এবং সকাল ১১টার দিকে এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ ও পুলিশি তদন্তে জানা যায় –
>>৭:৫১ মিনিটে বোরখা পরে বাসায় প্রবেশ করেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা।
>>৯:৩৬ মিনিটে তিনি নাফিসার স্কুল ড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় মুখে মাস্ক থাকায় নিরাপত্তাকর্মী খালেক তাকে চিনতে পারেননি।

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় দারোয়ান খালেককে জানান, চার দিন আগে কাজের সন্ধানে আসা তরুণীকে তিনি বাসায় উঠিয়ে দিয়েছিলেন, তবে সে তার পূর্বপরিচিত নয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি আয়েশার বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।